 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় শিরিনা বেগম (৩৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চর বসতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিরিনা বেগম নকলা উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহালের পর বিস্তারিত বলা হবে।