নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: শেরপুরে ইজিবাইক চালক আব্দুর রেজ্জাক ও খলিল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৯ মার্চ বুধবার সকালে শহরের খোয়ারপাড় এলাকায় জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মেরাজ উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুকুল, জেলা অটোবাইক কল্যাণ সোসাইটি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, খোয়ারপাড় শাখা কমিটির সভাপতি আলমগীর হোসেন বিশু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নুর মামুদ, যুবলীগ নেতা আলহাজ্ব আব্দুর রহমান রুমান প্রমুখ। মানববন্ধনে আব্দুর রাজ্জাকের বিধবা স্ত্রী-সন্তানসনহ স্থানীয়রা অংশ নেন।
উল্লেখ্য. ৮ মার্চ শহরের মোবারকপুর মহল্লার একটি ইটের ভাটায় ইজিবাইক চালক আব্দুর রেজ্জাককে (৩০) হত্যা করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। এর আগে ৩১ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী মির্জাপুর কান্দিপাড়া এলাকায় খলিল মিয়া (৪০) নামে এক চালককে হত্যা করে তার ব্যবহৃত ইজিবাইক ছিনতাই করে দুর্বৃত্তরা।
৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস