নাজমুল হাসান রাজু ,শেরপুর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতন বৈষম্য নিরসনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসসিয়েশন শেরপুর জেলা শাখা । আজ সকাল ১১ টায় শহরের হোটেল আয়সার ইন এর কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । জেলা শাখার সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ হোসাইন রাসেল । লিখিত বক্তব্যে বলা হয়,দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৮৮৬ জন স্বাস্থ্য সহকারী কাজ করছেন। শিশু ও মাতৃ মৃত্যু হ্রাস, যক্ষা, ধনুষ্টংকার, ডায়রিয়া, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ, সংক্রামক অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, অন্ধত্ব দূরীকরণে স্বাস্থ্য সহকারীরা তৃণমূল পর্যায়ে সফল ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসলেও দীর্ঘদিন থেকে তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন । টেকনিক্যাল পদমর্যাদার দাবী করা হলেও সরকার তা বাস্তবায়ন করেনি । সরকারের অন্যান্য বিভাগে নিয়োগবিধির কোন প্রকার সংশোধনী ব্যতিত গ্রেড আপ গ্রেডেশন করে বেতন বৈষম্য দূর করা হলেও তাদের বেলায় সরকার কিছু করছেনা । তাই তাদের পিঠ দিয়ালে ঠেকে গেছে । এমতাবস্থায় সরকারী ভাবে আগামী ৩১শে মার্চের মধ্যে আমাদের দাবীর বাস্তবায়নের সুস্পষ্ট ঘোষণা প্রদান না করা হলে ১এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মবিরতি সহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান । এসময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, হেলথ এসিসট্যান্ট এসোসসিয়েশন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার শরীফ হোসেন সহ জেলার বিভিন্ন উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ এবং র্কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিল।
১১ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস