নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: পুলিশের সিআইডি বিভাগের এআইজি শেখ হিমায়েত হোসেন পিপিএম বলেছেন, দেশে আইএস বলতে কিছু নেই। এখানে জামায়াত-শিবির যে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এটাই মূলত তথাকথিত আইএস, কিন্তু আইএস বলতে কেউ নেই। তিনি আজ ১২ মার্চ শনিবার দুপুরে শেরপুর জেলা পুলিশ ভবনের তৃতীয় তলায় সিআইডি’র ক্যাস্প অফিস উদ্বোধনকালে এসব কথা বলেছেন। ভবনের প্রধান ফটকে ফিতাকেটে সিআইডি ক্যাম্প উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপারের কক্ষে এক উদ্বোধনী আলোচনাসভায় সিআইডি’র অন্যান্য কর্মকর্তারা জানান, শেরপুরের সাধারণ মানুষ বিশেষ করে ন্যায় বিচার প্রত্যাশিরা এ সিআইডি ক্যাম্প এর মাধ্যমে ন্যায় বিচারের সেবা পাবে।
এসময় অন্যানের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় সিআইডি’র বিশেষ পুলিশ সুপার মতিউর রহমান, শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারীশসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
শেরপুরের এ সিআইডি ক্যাস্পটি পূর্বের ক্যাম্পের লোকবল বৃদ্ধি করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় বর্ধিত ভবনে একজন এএসপি, ২ জন ইন্সপেক্টর, ৪ জন এসআইসহ মোট ১১ জন কর্মকার্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম শুরু হলো বলে অফিস সূত্রে জানাগেছে।
১২ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস