মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬, ০৭:৩১:০৮

শেরপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

শেরপুরে ভোক্তা অধিকার দিবস পালিত

নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: ‘এন্টিবায়োটিকযুক্ত খাবারকে না বলুন’-এ স্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামুলক প্রচারণা মাইকিংয়ের মধ্যে দিয়ে শেরপুরে ১৫ মার্চ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। শেরপুর কালেক্টরেট চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদ, ক্যাব সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ভোক্তা অধিকার ও দায়িত্ব এবং ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ এবং দ- সমন্ধে আলোচনা করা হয়। এদিকে, ক্যাব শেরপুর জেলা শাখা এ উপলক্ষ্যে শহরে ভোক্তা অধিকার সচেতনতামুলক মাইকিং ও লিফলেট বিতরন করেছে।  
১৫ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে