নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা হালচাটি কোচ পাড়াতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটি প্রাথমিক স্কুল ভবনের উদ্ভোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা নব নির্মিত এই স্কুল ভবনটির উদ্ভোধন করেন। সোনে ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসের ব্যবস্থাপনায় সোনে এডুকেশন এ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ প্রকল্পের অধিনে সোনে হালচাটি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়েছে। এস এম সি সভাপতি ও জমিদাতা শ্রী সুরেন্দ্র চন্দ্র কোচের সভাপতিত্বে উদ্ভোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইগাতী উপাজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা ,বিশেষ অতিথি ছিলেন সোনে ইন্টারন্যাশনালের সেক্রেটারী জেনারেল অষ্ট্রিয়ার নাগরিক আরফ্রেড মালে, মিস কারমেন হাটার,বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আল মামুন, স্থানীয় চেয়ারম্যান মো: আব্দুর রউফ সরকার ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা মি: নবেশ খকশি,ফারুক আকন্দ, আব্দুর রশিদ মেম্বার সহ প্রমুখ। পরে আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ,স্কুল ড্রেস সহ বিভিন্ন পুরুষ্কার ও সেলাই ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের ৮টি সেলাই মেশিন তুলে দেয়া হয়।
০৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস