মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ১০:২৬:৩৪

নকলায় কেরোসিন-ডিজেলের জন্য হাহাকার, বিপাকে বোরো চাষীরা

নকলায় কেরোসিন-ডিজেলের জন্য হাহাকার, বিপাকে বোরো চাষীরা

রাকিবুল হাসান রাজ,  নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় কেরোসিন-ডিজেলের হাহাকার দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন বোরো চাষীরা। সরকারিভাবে ওইসব জ্বালানির দাম কমানোর ঘোষণা দেওয়ায় আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণে কেরোসিন-ডিজেল সংগ্রহ করছেন না। সংগৃহিত জ্বালানী বিক্রি হওয়ার আগেই যদি দাম কমে যায় তাহলে এক লড়ি ডিজেলে ৩০/৩৫ হাজার টাকা লোকসান গুণতে হবে তাদের।

এদিকে সেচ মালিক, কৃষক ও  খুচরা ক্রেতারা ক্ষেত বাচাতে অনেক ক্ষেত্রে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন । অনেকেই বলেন, প্রতি লিটারের দাম ১০০ টাকা হলেও সংগ্রহ করতে হবে। বোরো ধানের ক্ষেত রক্ষা করতে বেশি দামে হলেও ক্রয় করতে হবে। তা না হলে তাদের জমির ফসল নষ্ট হয়ে যাবে। ওই সুযোগে ডিজেল-কেরোসিন নেই অজুহাত দেখিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বেশি টাকায় ওই সব জালানী বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে অনেক ব্যবসায়ীরা বলছেন, তাদের কাছে মজুত নেই, তাই ক্রেতাদের চাহিদা মিটাতে পারছেন না। আর যাদের কাছে মজুত আছে তারা জানালেন ন্যায্য মূল্যেই ডিজেল-করোসিন বিক্রি করছেন তারা।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে