শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬, ০৪:১৮:১৪

সংঘর্ষ থামাতে পুলিশের ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ, আহত ২৩

 সংঘর্ষ থামাতে পুলিশের ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ, আহত ২৩

নাজমুল হাসান রাজু, শেরপুর প্রতিনিধি: আজ তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে শেরপুর সদর উপজেলার চরমুচারিয়ার লতারিয়া, চর পক্ষিমারীর কুলুরচর ব্যপারিপাড়া, চরশেরপুরের হেরুয়াবালুঘাট ও সাহাব্দীরচর এবং বলায়েরচর ইউনিয়নের পাইকুরা আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকের মধ্যে সংঘর্ষ থামাতে পুলিশ এ পর্যন্ত  (বেলা ১ টা) ৫০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
এ সব ঘটনায় ২৩ জন আহত হয়েছে। এছাড়া জাল ভোট দেয়ার অভিযোগে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঘৃনাপাড়া কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে তিনজনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়ছে এবং অনুমোদনহীন ভাবে মটরসাইকেল নিয়ে কেন্দ্রে প্রবেশের দায়ে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
২৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে