রোববার বিকেল সাড়ে চারটার দিকে শহরের রঘুনাথ বাজার থানা মোড় এলাকা থেকে এক শোক র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকার কেন্দ্রিয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতিউর রহমান। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, পৌর মেয়র মো. হুমায়ুন কবীর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
৩০আগস্ট, ২০১৫/এমটিনিউজ২৪/ প্রতিনিধি/এইচএস/কেএস