যে কয় পিলারে স্বপ্নের সেতু
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  শরীয়তপুর প্রতিনিধি : গতিশীল জলতলে পদ্মার মাটির বুক কেউ কোনোদিন দেখেনি।  চিরকাল গোপনই থেকেছে।  স্বপ্নের সেতু হচ্ছে পদ্মায়।  পদ্মায় নৌকা চলে।  পদ্মা তো কখনো শুকায় না।  কবে এ নদীর সৃষ্টি কে জানে।  
গোপন পদ্মার জলে এবার দাঁড়াবে ৪২টি পিলার।  সেগুলোর ওপর দিয়ে দ্বিতল পদ্মা সেতুর কংক্রিট আর স্টিলের কাঠামো টানা হবে।  ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচের তলায় ট্রেন লাইন।  ২০১৮ সালের শেষদিকে গাড়ি চলবে পদ্মার বুকে।
যে গতিতে এগুচ্ছে কাজ তাতে ঠিক সময়েই কাজ শেষ হবে এমন আশা সেতু কর্তৃপক্ষের।  অপ্রত্যাশিত রাজনৈতিক হস্তক্ষেপ বা কারিগরি কোনো সমস্যা না হলে পদ্মা সেতু নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে।
জানা গেছে, ৪২টি পিলারের প্রত্যেকটির নিচে ৬টি করে মোট ২৫২টি পাইল বসবে।  দুই পাশের সংযোগ সড়কের জন্য স্থাপিত দুটি পিলারের গোড়ায় বসবে আরো ১২টি পাইল।  
২০০৭ সালে একনেকে ১০ হাজার কোটি টাকার অধিক ব্যয়ে পাস হয়েছিল পদ্মা সেতু প্রকল্প।  এরপর দু'দফা সংশোধিত হয়ে সর্বশেষ দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকারও বেশি।  দেশীয় অর্থায়নে সবচেয়ে বড় প্রকল্প এটি। 
১২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �