শরীয়তপুর প্রতিনিধি : আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো শরীয়তপুর সদর উপজেলার রাজগঞ্জ বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর তীরে তিনদিনের আঞ্চলিক ইজতেমা।
শনিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয় ইজতেমার।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে জেলা ও পাশের জেলাগুলো থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠ ও আশপাশে অবস্থান নেন।
আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের তাবলিগ জামায়াতের মুরব্বি হজরত মাওলানা ওমর ফারুক।
ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ ও র্যাব। ১৪০ জন পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি তাবলিগ জামাতের ৫০০ মুসল্লি নিরাপত্তার কাজে প্রশাসনকে সহায়তা করতে ও মুসল্লিদের নিরাপত্তা দিতে নিয়োজিত ছিলেন।
১৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম