সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:১৯:১৫

গায়েহলুদে অ্যাসিড নিক্ষেপ: আহত ৫

গায়েহলুদে অ্যাসিড নিক্ষেপ: আহত ৫

শরীয়তপুরে গায়েহলুদের অনুষ্ঠানে ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন বরসহ পাঁচজন। বুধবার রাতে সখীপুরের কালামিয়া সরকারকান্দি উত্তর তারাবোনিয়াতে এ ঘটনা ঘটে।

 

দগ্ধ ব্যক্তিরা হলেন বর সেলিম সরকার (২৮), তার ভাতিজি শাহীনা আক্তার (২৫), তহুরা (১৯), বোনের ছেলে-মেয়ে সিয়াম (৬), রাবেয়া (৮)।  


সেলিমের বড় ভাই ইউনুস সরকার জানান, পাশের গ্রামের মেয়ে শ্রাবণীর সঙ্গে সেলিমের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাতে গায়েহলুদের অনুষ্ঠানে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় সেলিমসহ পাঁচজন দগ্ধ হয়।

 

তিনি আরো জানান, মেয়ের গ্রামেরই সিফাত নামের একটি ছেলে তাকে পছন্দ করত। কাল রাতে সিফাত সেলিমের মোবাইলে একটি বার্তা পাঠায়। ধারণা করা হচ্ছে, সিফাত ও তার লোকজনই অ্যাসিড নিক্ষেপ করেছে।

 

আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে পাঁচজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

- See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=85210#sthash.NgSFdbvy.dpuf

শরীয়তপুর: গায়েহলুদের অনুষ্ঠানে ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন বরসহ পাঁচজন। বুধবার রাতে সখীপুরের কালামিয়া সরকারকান্দি উত্তর তারাবোনিয়াতে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বর সেলিম সরকার (২৮), তার ভাতিজি শাহীনা আক্তার (২৫), তহুরা (১৯), বোনের ছেলে-মেয়ে সিয়াম (৬), রাবেয়া (৮)।  

সেলিমের বড় ভাই ইউনুস সরকার জানান, পাশের গ্রামের মেয়ে শ্রাবণীর সঙ্গে সেলিমের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাতে গায়েহলুদের অনুষ্ঠানে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে। এ সময় সেলিমসহ পাঁচজন দগ্ধ হয়।

তিনি আরো জানান, মেয়ের গ্রামেরই সিফাত নামের একটি ছেলে তাকে পছন্দ করত। কাল রাতে সিফাত সেলিমের মোবাইলে একটি বার্তা পাঠায়। ধারণা করা হচ্ছে, সিফাত ও তার লোকজনই অ্যাসিড নিক্ষেপ করেছে।
 
আহত অবস্থায় প্রথমে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে পাঁচজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

 

১ জানুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/পল্লব/এফএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে