শনিবার, ০১ আগস্ট, ২০১৫, ১১:০২:৫৩

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন

গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী চাইলে প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচন দিতে পারেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।  তবে এ ধরনের কোনো আলোচনা এখনো দল বা সরকারে হয়নি।

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ সামরিক শাসনের সময়েও নির্বাচন বর্জন করেনি।  নির্বাচন বর্জন করে কোনো লাভ হয় না।  বিএনপিকে বলতে চাই, আপনারা আসুন, আগামী নির্বাচনে অংশ নিন।  নির্বাচন করা সম্ভব না হলেও বর্জন করা ঠিক না। - See more at: http://bangla.mtnews24.com/post.php?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে