নিউজ ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন: বাংলাদেশের মুক্তির মার্কা ছিল নৌকা, কিন্তু সেই নৌকা তলিয়ে গেছে। এখন বাংলাদেশের মুক্তির মার্কা হচ্ছে ধানের শীষ।
তিনি বলেন: শেখ হাসিনা মনে করছেন কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, ক্ষমতা কি কারও বাপের। মানুষ যদি ভোট দেয় তাহলে তুমি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাইকো। আর যদি মানুষ ভোট না দেয় ৩০ তারিখের পরে একদিনও তুমি ক্ষমতায় থাকতে পারবে না।
মঙ্গলবার রাত ৮টার দিকে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
বাসাইল উপজেলার কাউলজানী বোর্ড বাজারে আয়োজিত পথসভায় তিনি শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন: খালেদা জিয়াকে জেল খানায় রাখছো আবার পরিত্যক্ত জেলে। জানুয়ারির ১ তারিখ অথবা ২ তারিখ আমি গিয়ে তালা খুলে খালেদা জিয়াকে বের করে আনবো।
তিনি আরও বলেন: আমি মুক্তিযুদ্ধের জন্য দেশ স্বাধীন করতে পারি, বঙ্গবন্ধুর জন্য আমি যৌবন ঝরাতে পারি কিন্তু তার কন্যা আমাকে ভোটে দাঁড়াতে দেবে না। সেই জন্যই আমরা ধানের শীষকে জাতীয় মার্কা বানিয়েছি। আগে ছিল এটা বিএনপির মার্কা, আজকে ধানের শীষ হয়েছে বাংলাদেশের মার্কা।
তিনি বলেন: বাংলাদেশের স্বাধীনতার রক্ষা করার মার্কা হচ্ছে ধানের শীষ। ৩০ তারিখের ভোট খুবই গুরুত্বপুর্ণ দেশের জন্য, দেশ বিনির্মাণের জন্য। অবৈধ সরকারকে আজকে সরানোর জন্য সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে ধানের শীষ। সেজন্য আমরা সবাই মিলে ধানের শীষ নিয়েছি।
এসময় ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব প্রমুখ বক্তব্য দেন।
সূত্র: চ্যানেল আই