শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ০৮:০৩:৪১

মামা গাড়ি ঘোরাও, ঢাকা যাইগা : চালককে যাত্রীরা

মামা গাড়ি ঘোরাও, ঢাকা যাইগা : চালককে যাত্রীরা

টাঙ্গাইল থেকে : দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের নগরজলফৈ বাইপাসে যানজটে আটকে থাকা ঢাকায় একটি বেসকারি প্রতিষ্ঠানে কর্মরত রিপন মিয়া নামের কুড়িগ্রামের এক যাত্রী চালককে উদ্দেশে করে বলেন, মামা গাড়ি ঘোরাও, ঢাকা যাইগা।

রিপন মিয়া বলেন, আজ (শনিবার) ভোরে ঢাকা থেকে রওনা দিয়েছি এখন বিকাল হয়ে এসেছে যানজটে এখনও এখানেই (টাঙ্গাইলের বাইপাস নগরজলফৈ এলাকায়) আটকে আছি। তাহলে কুড়িগ্রামে কখন পৌঁছাব? এ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি।

কুড়িগ্রামগামী হানিফ পরিবহনের বাসচালক আব্দুর রহিম জানান, ভোরে ঢাকা থেকে রওনা দিলেও যানজটের কারণে এখনও টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাসে পৌঁছেছি। সেতু পর্যন্ত কখন পৌঁছাব আর সেতুর পশ্চিম অংশে যানজটের কী অবস্থা তা নিয়েই ভাবছি ঘণ্টার পর ঘণ্টা এভাবে যানজটে আটকে থেকে বাস চালাতে চরম বিরক্ত লাগছে।

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারুটিয়া আন্ডারপাস এলাকায় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরীফ জানান, সেতুর পশ্চিম অংশের সিরাজগঞ্জ জেলার নলকা ব্রিজ, হাটিকুমরুল আর কড্ডা মোড় এলাকায় পরিবহন টানতে না পারার কারণে সেতু পূর্ব অংশ টাঙ্গাইল মহাসড়কে এ যানজটের সৃষ্টি হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে