টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কায় ঈদগাহ মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঈদের দিন সোমবার (১২ আগস্ট) ঘাটাইল উপজেলার ভোজদত্ত ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুর রহমান।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘাটাইল ও কালিহাতী উপজেলার সীমান্তবর্তী ভোজদত্ত ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে ভোজদত্ত ও বীরবাসিন্দা দুই গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ অবস্থায় দুই গ্রামের লোকজনের একই স্থানে নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে। এজন্য সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে এই আদেশ সোমবার ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে।