বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯, ১১:৩৭:৪৪

'বিশ্বের সেরা বার্সেলোনা ও আর্সেনাল টিমকে বাংলাদেশে আনা হবে'

 'বিশ্বের সেরা বার্সেলোনা ও আর্সেনাল টিমকে বাংলাদেশে আনা হবে'

মির্জাপুর (টাঙ্গাইল): যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ এবং মা'দক ও জ'ঙ্গিবাদ থেকে দূরে রাখতে সারা দেশে এক হাজার স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি।

আজ বৃহস্পতিবার মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগামী বছরের শুরুতেই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে বিশ্বের সেরা ক্লাবদের মধ্যে বার্সেলোনা ও আর্সেনাল ফুটবল টিম বাংলাদেশে এনে ফুটবল খেলার আয়োজন করা হবে। প্রতিমন্ত্রী বলেন, যুব সমাজকে কর্মমুখী করার জন্য মির্জাপুরে প্রথম ধাপেই একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে বলে তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন খেলার আয়োজক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে