মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪:১৮

বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মাদ্রাসার নারী শিক্ষার্থীরা

বোরকা পরে কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মাদ্রাসার নারী শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সোমবার ভোরে ৩১বার তো'পধ্ব'নির মধ্যে দিয়ে

দিবসের সূচনা হয়। পরে উপজেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মু'ক্তির মঞ্চে ও মুক্তিযো'দ্ধা কমপ্লেক্সে জাতির

জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃ'তিতে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। পরে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশনায় মনোজ্ঞ কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় একই মাঠে মুক্তিযো'দ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মির্জাপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মির্জাপুরে এই প্রথম আফাজ উদ্দিন দারুল উলুম দাখিল মাদ্রাসার নারী শিক্ষার্থীরা বোরকা পরে কুচকা'ওয়াজে অংশগ্রহন করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে