টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প'রকী'য়া থেকে স্ত্রীকে ফেরাতে না পেরে গলায় ফাঁ'স দিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন জাহাঙ্গীর আলম নামের এক স্বামী (৩০)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার ম'রদে'হ উ'দ্ধার করে পুলিশ। মৃ'ত জাহাঙ্গীর আলম গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃ'ত হোসেন আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের সঙ্গে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। এরই মধ্যে রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সঙ্গে পরকীয়ায় জড়ান জাহাঙ্গীরের স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় পারিবারিক ক'ল'হ।
নিহ'তের বড় ভাই সাঈদ বলেন, জাহাঙ্গীর আলমের স্ত্রীর সঙ্গে আমিনুর বাবুর অবৈ'ধ সম্পর্ক ছিল। এ নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। বৈঠকে আমিনুরকে প'রকী'য়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু সেই টাকা দেয়নি আমিনুর। এরপরও আমিনুরের সঙ্গে জাহাঙ্গীরের পরকীয়া অব্যাহত ছিল। বার বার অনুরোধ ও ঝ'গড়া বি'বাদ করে স্ত্রীকে প'রকী'য়া থেকে ফেরাতে না পেরে নিজেই আ'ত্মহ'ত্যা করলেন জাহাঙ্গীর। এ ঘটনায় থানায় অ'ভি'যোগ দেয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরের ম'র'দে'হ উ'দ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ম'র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কেউ অ'ভি'যো'গ দেয়নি। অ'ভিযো'গ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।