নিউজ ডেস্ক : বাংলাদেশে করোনা ভাইরাস সং'ক্র'মণ ঠে'কাতে রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় যৌ'নপল্লীকে আজ (শুক্রবার) থেকে ২০ দিনের জন্য 'লকডাউন' করা হয়েছে। এই সময়ে খদ্দেররা যাতায়াত করতে পারবে না বলে স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
করোনা আত'ঙ্কে দেশের বৃহত্তর টাঙ্গাইলের যৌ'নপল্লী শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের নির্দে'শ দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার রাতে শহরের কান্দাপাড়া যৌ'নপল্লীতে প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজির ৫০০ বস্তা চাউল বিতরণের সময় এ নি'র্দে'শ দেওয়া হয়।
জেলা প্রশাসনের এই নির্দে'শনা কেই না মানলে তার বি'রু'দ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন, 'দৌলতদিয়ায় যৌ'নপল্লীকে ঘিরে পাঁচটি গেট ব'ন্ধ করে দেওয়া হয়েছে। শুধু প্রধান গেট খোলা রেখে সেখানে পুলিশের পা'হারা বসানো হয়েছে।''