ঘাটাইল (টাঙ্গাইল) : করোনায় আক্রা'ন্ত হয়ে কর অঞ্চল-৩ এর উপ-কর কমিশনার শুধাংশ সাহার মৃ'ত্যুর পর মৃ'তদেহ তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে দা'হ করতে বাধা দেয়ায় প্রশাসনের সহায়তায় তার শ্বশুর বাড়িতে দা'হ করা হয়েছে।
ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার নিজে উপস্থিত থেকে তার ম'রদেহ দা'হ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুধাংশ সাহার স্ত্রী মানসী দাশ বলেন, তার স্বামী করোনায় আক্রা'ন্ত হয়ে গত সোমবার (৮ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃ'ত্যুবরণ করে। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামে। মৃ'ত্যুর পর নিজ বাড়িতে শুধাংশের মৃ'তদেহ দাহ করার কথা ছিল। কিন্তু করোনায় আক্রা'ন্ত হয়ে মৃ'ত্যুবরণ করায় গ্রামের লোকজন বিরোধীতা করায় সেখানে দা'হ করা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে আমার বাবার বাড়ি (শুধাংশের শ্বশুর বাড়ি) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাড়াগ্রামে তার লা'শ নিয়ে যায়। সেখানেও দা'হ না করার জন্য গ্রামের লোকজন রাজি ছিল না। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মৃ'তদেহ পারিবারিক শ্মশানঘাটে দা'হ করা হয়।
তিনি আরো বলেন, আমি ও আমাদের ৬ বছরের মেয়ে করোনায় আক্রা'ন্ত হয়ে ঢাকার বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রা'ন্ত হওয়ায় বাসা লকডাউন করা হয়েছে। বাসা থেকে বের হতে দিচ্ছে না। মৃ'ত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই। তার শেষকৃ'ত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখা দেখতে পেলো না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের লোকজন নিয়ে আমি নিজে উপস্থিত থেকে গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার পাড়াগ্রামে শুধাংশ সাহাকে শ্বশুরবাড়ির পারিবারিক শ্মশানঘাটে শুধাংশ সাহার ম'রদে'হ দা'হ করি। তার স্ত্রী ও সন্তান করোনা আক্রা'ন্ত থাকায় দা'হ কার্যে পরিবারের কেউ উপস্থিত ছিল না।