টাঙ্গাইল : টাঙ্গাইলের ভুঞাপুরে এক মাদ্রাসাছাত্রীকে গণধ'র্ষণ মামলায় পাঁচ আ'সামির মৃ'ত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যা'তন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।
একই সাথে দ'ণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জ'রিমানাও করেছেন আদালত। আদালতের পরিদর্শক তানভীর আহমেদ জানান, ২০১২ সালের জানুয়ারি মাসে ভুঞাপুরে ওই নারীকে অপ'হরণের পর মধুপুর এলাকায় নিয়ে গণধ'র্ষণ করে দ'ণ্ডিতরা।
রায় ঘোষনার সময় আসামি সঞ্জিত ও গোপী চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি জামিন নিয়ে পলাতক রয়েছে। উল্লেখ্য, ধ'র্ষণের সর্বোচ্চ শাস্তি মৃ'ত্যুদণ্ডের বিধান রেখে রাষ্ট্রপতির অধ্যাদেশ জা'রির পর এটিই প্রথম মৃ'ত্যুদণ্ডের আদেশ। গত মঙ্গলবার রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জা'রি করেন।