নাম তার হিরো আলম, ষাঁড়টি ফ্রিজিয়ান জাতের যা মালিক শখ করে রেখেছেন। যত্মের কোন ঘাটতি নেই, জানালেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগম। হিরো আলমের পছন্দের খাবারই দেওয়া হয় সবসময়। কোরবানি ঈদের জন্য হিরো আলমকে প্রস্তুত করা হয়েছে। সাড়ে ৩১ মণ ওজনের ষাঁড়টির দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।
দেলদুয়ারের বটতলা গ্রামের জয়নব বেগম ষাঁড়টির যত্ন করছেন। ঘাস, ভুট্টাসহ দেশীয় খাবার দিচ্ছেন হিরো আলমকে। তার এই কাজে সহযোগিতা করছেন শ্বশুর, ননদ ও শাশুড়ি। বিশাল দেহের গরুটি দেখতে আশপাশের মানুষ প্রতিনিয়ত ভিড় করছে।
হিরো আলমের বয়স চার বছর। ওজন হয়েছে সাড়ে ৩১ মণ। এর মধ্যে ছয়টি দাঁত হয়েছে তার। লম্বায় সাড়ে ৮ ফুট, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। সাদা ও কালোর সংমিশ্রণে ষাঁড়টি দেখতে খুবই সুন্দর।