এবার পিকনিকের নৌকা ডুবির ঘটনা ঘটল, তবে এতে কোন হতাহত হয়নি। গত বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে বাসাইল উপজেলার বাসুলিয়ার (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।
এদিকে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। ডুবে যাওয়া নৌকটিও উদ্ধার করা হয়েছে।’
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরে কালমেঘা গ্রামের ৩৫-৩৬ জন পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়া (চাপড়া বিল) বেড়াতে আসেন। পরে সেখানে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া একাধিক যাত্রী বলেন, ‘আমরা ঈদে ঘুরতে বাসুলিয়া বিলে আসি। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। গানের তালে-তালে নাচানাচির সময় নৌকাটি ডুবে যায়।’