 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
টাঙ্গাইল থেকে : সাধারণত কুকুর-বিড়ালের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই বিড়াল দেখলে ক্ষিপ্র হয়ে উঠতে দেখা যায় কুকুরকে। তবে ব্যতিক্রম ঘটনাও আছে। যেমনটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। এক মমতাময়ী কুকুর অনেক দিন ধরে বিড়াল ছানাটাকে বুকের দুধ খাওয়াচ্ছে।
সম্প্রতি তেমনই এক ব্যতিক্রম ঘটনার দেখা মিলেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়। উপজেলার কাকড়াজান ইউনিয়নের দূর্গাপুর গ্রামে পল্লী চিকিৎসক শ্রী আশিষ চন্দ বর্মনের বাড়িতে মাতৃহীন একটি বিড়ালছানাকে পরম মমতায় আগলে নিয়েছে একটি কুকুর। নিজের দুধ খাইয়ে বড় করছে ছানাটিকে। বিষয়টি অবাক করেছে স্থানীয়দের।
আশিষ চন্দ জানান, বিড়ালছানাটির মা দুটি সন্তান প্রসবের পরে মারা যায়। এরপর দুধের অভাবে মারা যায় একটি ছানা। বেঁচে থাকা ছানাটির অবস্থাও তখন করুণ। ঠিক তখনই প্রকৃতির খেয়ালে এগিয়ে আসে একটি কুকুর। মাতৃস্নেহ দিয়ে বিড়ালের বাচ্চাটিকে দুধ খাওয়াতে শুরু করে সে। কুকুরটির কাছেই এখন বেড়ে উঠছে মা হারা বিড়ালটি।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল বলেন, ''এতে অবাক হওয়ার কিছু নেই। এটি শুধু এক প্রাণির সাথে অন্য প্রাণীর ভালোবাসা মাত্র।'' স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, ''ঘটনাটি প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল। পরে আমি নিজে ওই বাড়িতে গিয়ে দেখি বিড়ালের বাচ্চাটি কুকুরের দুধ খাচ্ছে। এ যেন অন্যরকম মমতা ও ভালোবাসা। কুকুর-বিড়ালের এমন সম্পর্ক বিরল।''