টাঙ্গাইলের ঘাটাইলে চকলেটের লো'ভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধ'র্ষণের অভি'যোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আকন্দেরবাইদ গ্রামে এ ঘ'টনা ঘ'টেছে। এলাকাবাসী অভিযু'ক্ত ধ'র্ষককে গ্রে'প্তার করে পুলিশে সোপ'র্দ করেছে। এ ঘট'নায় শিশুর বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নি'র্যা'তন দমন আইনে মা'মলা করেছেন।
মা'মলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে বাড়িতে না পেয়ে ডা'কাডা'কি শুরু করেন। এক পর্যায়ে পাশের বাড়িতে শিশুটির কা'ন্নার শব্দ শুনতে পান। এ সময় তার মা এই বাড়িতে গেলে শিশুটি কাঁ'দতে কাঁদ'তে প্রতিবেশী আব্দুল আলিমের ছেলে শাকিল হোসেনের (২৩) ঘর থেকে বের হয়ে আসে।
এ সময় মা শিশুটিকে কা'ন্নার কারণ জিজ্ঞাসা করলে সে জানায় জাহিদুল তাকে চকলেটের লো'ভ দেখিয়ে ঘরে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করেছে। পরে শিশুর মা ঘটনাটি তার স্বামীকে জানায়। তার স্বামী বিষয়টি গ্রামবাসীকে অবগত করলে গ্রামবাসী উ'ত্তেজিত হয়ে বখাটে শাকিলকে গণপিটু'নি দিয়ে বেঁ'ধে রাখে। পরে উপস্থিত গ্রামবাসীর কাছে সে শিশুটিকে ধর্ষ'ণের কথা স্বী'কার করে। খবর পেয়ে উপজেলার সাগরদিঘী তদ'ন্ত কেন্দ্রের পুলিশ ঘ'টনাস্থলে গিয়ে শাকিলকে উ'দ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
পরে শিশুটির বাবা বাদী হয়ে বখাটে শালিককে আসামি করে ঘাটাইল থানায় নারী ও শিশু নি'র্যাতন দ'মন আইনে ধ'র্ষণ মা'মলা দা'য়ের করেন। স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান খান ঘটনার সত্যতা স্বী'কার করে বলেন, শাকিল বিবাহিত এবং এক সন্তানের জনক। মা'দকাস'ক্ত থাকার কারণে বছর খানেক আগে তার স্ত্রী সংসার ছেড়ে চলে গেছে। শাকিলের বাবা-মা ভাই সবাই ঢাকায় থেকে বিভিন্ন ধরনের কাজ করে। শাকিল একাই বাড়িতে থাকত। এ ঘটনার দৃ'ষ্টান্তমূলক শা'স্তি হওয়া প্রয়োজন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘ'টনায় থানায় মা'মলা হয়েছে। শুক্রবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার করানো জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মা'মলার একমাত্র আসামি শাকিলকে গ্রে'প্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।