রবিবার, ০২ ডিসেম্বর, ২০১৮, ০৫:৩৮:৪২

বগুড়া-৭ আসনে কেউ রইলো না ধানের শীষের!

বগুড়া-৭ আসনে কেউ রইলো না ধানের শীষের!

নিউজ ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পাশাপাশি মোরশেদ মিলটনকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। আজ রবিবার (২ ডিসেম্বর) দুজনেরই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

দলীয় চেয়ারপারসন কারাদণ্ড ভোগ করায় তার প্রার্থিতা নিয়ে সন্দেহ থাকায় বিকল্প প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মিলটনকে মনোনয়ন দেয় দল। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে আজ তাদের দুজনেরই মনোনয়ন বাতিল করা হয়।

শুধু তাই নয়, এ আসনে বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরকার বাদল। তারও মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ আসনে আওয়ামী লীগ কোনও প্রার্থী দেয়নি। তবে মহাজোটের হয়ে আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ আলতাফ আলী। তার মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে।

গাবতলী ও শাহজাহানপুর উপজেলা মিলে গড়া জাতীয় সংসদের ৪২ নম্বর এই আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১১ জন প্রার্থী। এর মধ্যে ৭ জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে