রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ০৭:১৪:৩০

৩০ টাকা কেজি তরমুজ, তবু নেই ক্রেতা

৩০ টাকা কেজি তরমুজ, তবু নেই ক্রেতা

বগুড়া : রমজানের প্রথম দিকে তরমুজের দাম ছিল আকাশচুম্বী। সপ্তাহের ব্যবধান সেই তরমুজের দাম নেমে এসেছে অর্ধেকের নিচে। ৭০ থেকে ৮০ টাকা মূল্যের তরমুজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি। এর পরও বাজারে ক্রেতা সংকট বলে জানিয়েছেন তরমুজ বিক্রেতারা।

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রেলগেট এলাকায় তরমুজ ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য পাওযা গেছে।

ব্যবসায়ীদের তথ্য মতে, রমজানের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকায় তরমুজের চাহিদা ছিল অনেক বেশি। এ কারণে প্রতি কেজি ৭০-৮০ টাকা দরে বিক্রি হতো। তখন দোকানে ভিড় লেগেই থাকত।

এক সপ্তাহের ব্যবধানে আবহাওয়া শীতল (ঠাণ্ডা) হওয়ায় তরমুজের চাহিদা অনেকটাই কমে গেছে। এ কারণে তরমুজের দামও কেজিপ্রতি ৫০ টাকা করে কমে গেছে। এখন মাত্র ৩০ টাকা কেজি দরে ভালো মানের তরমুজ বিক্রি হলেও ক্রেতা পাচ্ছেন না ব্যবসায়ীরা। 

সান্তাহার রেলগেটের তরমুজ ব্যবসায়ী রাঙ্গা জানান, পটুয়াখালী থেকে আসা তরমুজগুলো নওগাঁ আড়দ থেকে তাঁরা পাইকারি কিনে আনেন।

এরপর রেলগেট এলাকায় খুচরা বিক্রি করেন। দাম কমার তিন দিন আগে দুই হাজার ৬০০ টাকা মণ দরে যেসব তরমুজ কিনে রেখেছিলেন এখন সেসব তরমুজ এক হাজার ২০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তরমুজের দাম হঠাৎ কমে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। তবে এখন যারা আড়ত থেকে তরমুজ কিনছেন তাঁরা কম দামেই পাচ্ছেন। 

তরমুজ কিনতে আসা আহসান হাবীব জানান, মৌসুমি ফল আর রোজার প্রথম দিকে তাপমাত্রার কারণে তরমুজের ব্যাপক চাহিদা ছিল।

কিন্তু দাম বেশি থাকায় তখন কেনা হয়নি। দাম কমে গেছে শুনে কিনতে এসেছি। তবে এখনো কেজি দরেই বিক্রি হচ্ছে, পিস হিসেবে নয়।

সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর খান বলেন, আড়তে আমদানি বেশি হওয়ায় হঠাৎ করে তরমুজের দাম কমে গেছে। আড়তের দামের সাথে সামঞ্জস্যতা রেখে এখানকার ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে