শনিবার, ২৩ জুন, ২০১৮, ০৯:০০:৪৮

পটুয়াখালীতে ব্রাজিলের পতাকায় সাজল সেতু

পটুয়াখালীতে ব্রাজিলের পতাকায় সাজল সেতু

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ উন্মাদনার আর এক বিস্ময় ব্রাজিলের সমর্থকদের সাজানো সেতুটি। পটুয়াখালীতে অবস্থিত এই ব্রিজটির নাম পশ্চিম চাকামইয়া ব্রিজ।

এস এম কাওসার নামের ব্রাজিল সমর্থিত এক যুবক প্রিয় দলকে ভালোবাসা জানাতে সারি সারি ব্রাজিলের পতাকা দিয়ে সাজান সেতুটি। ভক্তদের বেশি বেশি ভালোবাসা প্রিয় দলকে অনুপ্রেরণা যোগাবে, এই আশাই এবারের বিশ্বকাপে ব্রাজিল সমর্থকদের।

দুই শতাধিক ব্রাজিলের পতাকা দিয়ে সাজানো হয়েছে এই সেতুটি এবং এর পেছনে ব্যয় হয়েছে প্রায় এক সপ্তাহ। সাধারণত বিশ্বকাপের সময় বাসা-বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা দেখা গেলেও, সেতুতে পতাকা সাজানোর বিষয়টি আগে দেখা যায় নি।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই নিজ নিজ দলের ভক্তদের মাঝে নতুন কিছু করার প্রেরণা দেখা যায়। সেই প্রেরণা থেকেই এই ব্রাজিল সমর্থক এমনটি করেছেন বলে জানা গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে