মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৫৪:৫৪

লঙ্কান শিবিরে আশরাফুলের আ'ঘাত, ৩ উইকেট হারিয়ে ৮৭ রান

লঙ্কান শিবিরে আশরাফুলের আ'ঘাত, ৩ উইকেট হারিয়ে ৮৭ রান

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের ১২৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রান করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৭ রান করে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক আকবর আলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন নাভোদ পারানাবিথানা। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন রকিবুল হাসান।

৩৩ রান করে রকিবুলের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন কামিল মিশারা। এরপর লঙ্কান শিবিরে আ'ঘাত হানেন আশরাফুল। ১৭ রান করে তানজিদের হাতে ধরা পড়ে আশফুলের বলে সাঝঘরে ফিরেন রাবিন্দু রাসান্থা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে