এমটি নিউজ২৪ ডেস্ক : বাগেরহাটের চাঞ্চল্যকর মনু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হেমায়েত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের অভিযানে বুধবার রাতে তাকে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ১৭ বছর যাবত দেশে ও পাশ্ববর্তী দেশে কবিরাজের ছদ্মবেশে পালিয়ে ছিলেন হেমায়েত হোসেন। উল্লেখ্য, ২০০৫ সালে বাগেরহাটে দিনেদুপুরে মনু হত্যাকাণ্ড ঘটে।