সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১২:৩৯:৩৯

৪ বছরের কৌশিকের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

৪ বছরের কৌশিকের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

এমটিনিউজ ডেস্ক : ডেঙ্গু কেড়ে নিলো বাগেরহাটের শরণখোলার কৌশিক নন্দী নামে সাড়ে চার বছরের এক শিশুর। রবিবার (৯ জুলাই) সকালে শরণখোলা থেকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কৌশিক নন্দী উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা ও রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক সমীর নন্দীর ছেলে।

স্থানীয়সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই রাতে জ্বরে আক্রান্ত হয় কৌশিক। পরদিন বিকালে তাকে রায়েন্দা নার্সিং হোমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলামের কাছে নিয়ে যান বাবা। চিকিৎসক রক্ত পরীক্ষা শেষে ডেঙ্গু পজিটিভ বলে জানান। পরে রক্তের প্লাটিলেট গণনা করার জন্য রায়েন্দা মনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারে পাঠালে ৯৮ হাজার সিএমএম ধরা পড়ে। 

এ অবস্থায় চিকিৎসক তাওহিদুল ইসলাম ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠালে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেডিক্যাল কর্মকর্তা ডা. তাওহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকা রোগীর কোনও জটিলতা নেই বলে মনে করেছি। এ ধরনের প্লাটিলেট যুক্ত রোগী হাজারে দু’একজন দুর্ঘটনার শিকার হয়।’ 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস বলেন, ‘৯৮ হাজার প্লাটিলেট থাকলে গুরুতর অসুস্থ ধরা হয় না। তবে চিকিৎসক তাওহিদুল ওই শিশুকে বাড়িতে না পাঠিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দিতে পারতেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে