ফায়ার সার্ভিসের কর্মীরা বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ের ফ্রিজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। বরগুনার সিভিল সার্জনের কার্যালয়ে আগুনে পুড়ে গেছে ভ্যাকসিন সংরক্ষণে রাখার ফ্রিজ।
শুক্রবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টায় কার্যালয়ের নতুন ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে হঠাৎই সিভিল সার্জন কার্যালয়ের একটি কক্ষে আগুন দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই ঘরের ভ্যাকসিন সংরক্ষণের দুটি ডিপ ফ্রিজ পুড়ে গেছে। তবে ফ্রিজে কোন করোনার টিকা ছিলো না বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।