বরিশাল : বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার গভীর রাতে কমিটির অনুমোদন দিয়েছেন। সদ্য ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রথম সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
মহানগর আওয়ামী লীগের সাবেক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিমকে প্রথম সহ-সভাপতি করা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দ ও নতুন সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নতুন সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা দেয়া হবে।
এদিকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নগরীতে আনন্দ মিছিল হয়েছে। বিকেলে নগরীর শহীদ সোহেল চত্বর থেকে মিছিলটি বের হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে বরিশাল মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঐ কাউন্সিলে বিসিসির সাবেক মেয়র এবং সদর আসনের এমপি প্রয়াত শওকত হোসেন হিরন সভাপতি এবং আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজালুল করিম সাধারণ সম্পাদক করে কমিটি দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের আগেই মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের মৃত্যু হয়।
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি