বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ে প্রতিবন্ধী ভাতা তুলতে ঘুষ চাওয়ায় এক দালালকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এ আদেশ দেন। পরে দালাল সিরাজুল ইসলাম সরদারকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘মঙ্গলবার সকালে সমাজ সেবা কার্যালয়ে ভাতা তুলতে গেলে প্রতিবন্ধী নজরুলের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করেন দালাল সিরাজুল ইসলাম সরদার। বিষয়টি নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার নজরে পরলে তাকে হাতেনাতে আটক করে এক মাসের কারাদণ্ড দেন।’
জানা গেছে, দণ্ড পাওয়া সিরাজুল ইসলাম সরদার একই উপজেলার পশ্চিম মুন্ডুপাশা গ্রামের মৃত করিম সরদারের ছেলে। আর শারীরিক প্রতিবন্ধী নজরুল ইসলামের বাড়ি একই উপজেলার শিকারপুর গ্রামে।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম