বরিশাল: বরিশাল বিমানবন্দরে দুই চীনা নাগরিকসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার বিকাল পৌঁনে ৩টার দিকে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
আটক পাঁচ জনের মধ্যে দুই চীনা নাগরিক ছাড়াও একজন তাদের দোভাষী, একজন ড্রাইভার এবং অপরজন তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
নগরীর বিমানবন্দর থানা পুলিশ জানায়, নভোএয়ারের একটি ফ্লাইট বিকাল ২টা ৪০ মিনিটে বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানের যাত্রী চীনা নাগরিক সিডি (Shide) বিমান থেকে নেমে বিমানবন্দরের বাইরে যান। কিছুক্ষণের মধ্যে তিনি ২টি ব্যাগ নিয়ে বাআর বিমানবন্দরে প্রবেশ করেন। ব্যাগ দুটি স্ক্যানিংকালে সেখানে টাকার অস্তিত্ব পান বিমানবন্দর কর্তৃপক্ষ।
খবর পেয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে হাজির হন। এ সময় জিলিন (Jilin) নামে অপর এক চীনা নাগরিক বিমানবন্দরের ভেতরে অবস্থান করছিলেন। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে, তাদের কাছে থাকা বিপুল পরিমাণ টাকার সঠিক প্রমাণপত্র দেখাতে না পারায় তাদের হেফাজতে নেয় নগরীর বিমানবন্দর পুলিশ। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি এ আর মুকুল।-বিডিপ্রতিদিন