বরিশাল : বরিশাল তিন আসনের প্রার্থীর সভাবরিশাল জেলার ছয় আসনের মধ্যে দু’টিতে লড়ছে জাতীয় পার্টি ও ওয়াকার্স পার্টি প্রার্থী। এ দুই আসনে দলীয় প্রার্থী না থাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বহুভাগে বিভক্ত ছিল। যে যার মতো করে বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। ওই দুই আসনে দুই প্রার্থীকে সমর্থন দেওয়ায় আগের হিসাব-নিকাশ বদলে গেছে।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী থাকায় ওই আসনটি মহাজোট থেকে উম্মুক্ত করে দেওয়া হলেও সেখানে আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থীকে।
আর বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহাজোটের প্রার্থীকে সমর্থন দেওয়ায় এখন এ দুই আসনের ভোটের হিসাব বদলে গেছে। বৃহস্পতিবার বিকালে বরিশাল-৫ (সদর) আসনের মহাজোট প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনি মাঠ ছেড়ে দিয়েছে জাতীয় পার্টি।
বরিশাল-৩ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি শেখ টিপু সুলতান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল) নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করে প্রচার চালান। এছাড়া মহাজোটভুক্ত যুবমৈত্রীর আতিকুর রহমান আতিক স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। মহাজোটের প্রার্থী নিয়ে বিভক্তির ফলে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা কোনও প্রার্থীর পক্ষেই মাঠে নামেননি। এমন পরিস্থিতিতে বুধবার বিকালে দুই উপজেলা আওয়ামী লীগ যৌথ সিদ্ধান্ত নিয়ে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিককে সমর্থন জানান। এরপরই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাবুগঞ্জ ও মুলাদীতে পৃথকভাবে ট্রাক প্রতীকের পক্ষে বড় শোডাউন করেন।
বরিশাল-৬ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না আমীন (লাঙ্গল)। এতে ক্ষুব্ধ বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রতীক বরাদ্দের পর থেকে নীরব ছিলেন। তবে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি (সংরক্ষিত) পারভীন তালুকদারের স্বামী মোহাম্মদ আলী তালুকদারের (সিংহ) পক্ষে অবস্থান নেন। কিন্তু বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গল প্রতীকের নাসরিন জাহান আমিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান মোহাম্মদ আলী তালুকদার। একই সঙ্গে উপজেলা আওয়ামী লীগও রত্না আমিনকে মহাজোটের প্রার্থী মেনে নিয়ে তার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেন।
মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে মোহাম্মদ আলী তালুকদার বলেন, আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীর জয় নিশ্চিত করতে নির্বাচন থেকে সরে দাড়িয়ে লাঙ্গল প্রতীককে সমর্থন জানিয়েছেন। ফলে এ আসনে শক্ত অবস্থানে থাকা ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খানের ভোটের হিসাব-নিকাশ পাল্টে গেছে।
বরিশাল-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী একেএম মর্তুজা আবেদীন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমকে সমর্থন জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন