 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশালের গৌরনদীতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। রাশিদা বেগম ওই গ্রামের কৃষক সোহরাব মীররে স্ত্রী।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘সোহরাব বাড়ির পাশে বোরো ধানক্ষেতে মঙ্গলবার রাতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। বুধবার ভোর ৬টার দিকে রাশিদা বেগম ধানক্ষেতের পাশে লাউ বাগানে লাউ আনতে যান। এ সময় অসাবধানতাবশত ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।’
‘স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশিদাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পারিবারিকভাবে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’