বরিশাল : আগে ছিলেন মহানগর বিএনপির সভাপতি। এখন পদোন্নতি পেয়ে হয়েছেন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব। তাই তাকে দেয়া হচ্ছে গণসংবর্ধনা। এজন্য তৈরি করা হয়েছে অর্ধশতাধিক তোরণ। সড়কে সড়কে এরইমধ্যে ঝুলানো হয়েছে ব্যানার ফেস্টুন। বিভিন্ন সড়কে করা হয়েছে আলোক সজ্জা। এছাড়া মোটরশোভাযাত্রার সঙ্গে বাদ্যদল দল তো থাকছেই।
বরিশালের সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের জন্য এসব আয়োজন এবং তা সফল করতে ব্যাপক প্রস্ততি নিয়েছে স্থানীয় বিএনপি।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গণসংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, গণসংবর্ধনা অনুষ্ঠানে ৫০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে। বরিশাল মহানগর এবং বিভাগের ৬ জেলার উদ্যোগে মজিবর রহমান সরোয়ারকে সংবর্ধনা দেয়া হচ্ছে।
সোমবার বিকেলে সরোয়ার বরিশালে পৌঁছানোর পথে উজিরপুর মেজর এম জলিল সেতুর (শিকারপুর ব্রিজ) টোলঘরে সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে বর্ণাঢ্য মোটরশোভাযাত্রা করে সরোয়ারকে দলীয় কার্যালয় চত্বরে গণসংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে আসা হবে। গণসংবর্ধনা অনুষ্ঠান হবে বরিশালে স্মরণকালের বিএনপির বড় শোডাউন। বরিশাল সিটি মেয়র ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী-বিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
২৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস