রবিবার, ১১ অক্টোবর, ২০১৫, ০৫:২৭:৪৪

‌‘আন্দোলন করে কাজ হয়নি, তাই গুপ্তহত্যা’

 ‌‘আন্দোলন করে কাজ হয়নি, তাই গুপ্তহত্যা’

ভোলা : আন্দোলন করে কোনো কাজ হয়নি বলেই বিরোধিরা গুপ্তহত্যা চালাচ্ছে এমন মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

রোববার সকালে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সম্মেলন প্রস্তুুতি কমিটির সমাবেশে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারাই বিদেশিদের হত্যা করেছে।  তারা যখন দেখলো আন্দোলন করে কোনো কাজ হয়নি তখন গুপ্তহত্যা করে বিশ্বে দেশের সুমান ক্ষুন্ন করতে চায়। বিদেশিরা যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করছে ঠিক তখন তারা বাংলাদেশের ক্ষতি করতে চায়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য ইউনুছ।

তিনি বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগ যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সক্রিয়।  বর্তমান সরকারের আমলে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রয়েছে।  মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে,শিক্ষার হার বেড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউনুছ ও বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল হোসেন বিপ্লব ও জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 
সভায় আবু সায়েমকে আহ্বায়ক, আবিদুল আলমকে ও মুজাহিরুল ইসলাম তুহিনকে যুগ্ম আহ্বায়ক করে ৫০ সদস্যের কমিটি গঠন করা হয়।
১১ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে