বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৭:৫০:০৫

ডাক্তারের অবহেলায় মৃত্যু, সেই নূপুর জেএসসি পরীক্ষা পাস করেছে

ডাক্তারের অবহেলায় মৃত্যু, সেই নূপুর জেএসসি পরীক্ষা পাস করেছে

ভোলা: ভোলা সদর হাসপাতালে ডাক্তারের অবহেলায় মৃত্যু হওয়া সেই ছাত্রী নূপুর (১৪) জেএসসি পরীক্ষায় পাস করেছে। সে বি (৩ দশমিক ২০) পেয়েছে।

জেএসসি পরীক্ষায় ফল প্রকাশের পর তার পরিবারে কান্নার পরিবর্তে এখন কান্না রোল বইছে। গত মঙ্গলবার ভোলা সদর হাসপাতালে ডাক্তারের অবহেলায় নুপুরের মৃত্যু হয় বলে অভিযোগ নিহতের স্বজন ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম রতনপুর গ্রামের মাছ ব্যবসায়ী শাহজাহানের  মেয়ে পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী বিবি ইয়ানুর নপুরের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল। নিহত নূপুরের পরিবারের সবাই সকালেই তার জেএসসি পরীক্ষার ফল জানতে পারেন। জেএসসি পরীক্ষায় সে পাস করায় আরো বেশি শোকাহত হয়ে পড়ে নূপুরের মা-বাবা ও পরিবারের স্বজনরা। ওই পরিবারের মাঝে বইছে শোকের মাতম।

নুপুরের মা বিবি রুমা কান্নাজড়িত বলেন, আমরা গরিব। আমার স্বামী একজন দরিদ্র মাছ ব্যবসায়ী। অনেক ধার-দেনা করে মেয়েকে পড়ালেখা করিয়েছিলাম। মেয়ে রুমার ইচ্ছা ছিল বড় হয়ে সে একজন ডাক্তার হবে। ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। মা রুমা আরো বলেন, এ পর্যন্ত আড়াই লাখ টাকা দেনা করে সংসারের খরচসহ মেয়েকে পড়ালেখার খরচ চালিয়েছি। মেয়ে নূপুর বাবাকে বলেছিল বাবা তুমি কোনও চিন্তা করোনা। আমি লেখাপড়া শেষ করে ভবিষ্যতে ডাক্তার হয়ে তোমার সব দেনা পরিশোধ করবো। কিন্তু ডাক্তার হওয়ার আগেই সেই ডাক্তারের অবহেলায় আমার মেয়ে দুনিয়া থেকে চলে যায়। এ কথা বলেই শোকে মুর্ছা যান নুপুরের মা রুমা।
২৯ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/ এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে