 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন (ভোলা) থেকে: ভোলার তজুমদ্দিনের মুক্তিযোদ্ধা ভবনে অবস্থিত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র 'আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষণ' প্রোগ্রামের কম্পিউটার ল্যাব’র ফিতা কেটে ১ম ব্যাচের ক্লাসের শুভ উদ্বোধন করেন, ভোলা-৩ (লালমোহন - তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
গরিব অসহায় শিক্ষার্থীদের জন্য গড়ে তুলা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রোগ্রামের প্রধান পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন, নজরুল ইসলাম (শুভরাজ)।
প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের কোর্স কারিকুলামের বেসিক হার্ডওয়ার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার পরিচিতি, সফটওয়্যার ইন্সটলেশন ও কম্পিউটার অপারেটিং ধারণা, মাইক্রো সফট অফিস ওয়ার্ড অপারেটিং এন্ড টাইপিং, ওয়ার্ড প্রসেসিং এন্ড বাংলা টাইপিং, ইংলিশ এন্ড
বাংলা ওয়ার্ড ফরমেটিং, ব্যবহারিক ক্লাস টেস্ট, মাইক্রো সফট এক্সেল পরিচিতি ও অপারেটিং, ওয়ার্কশীট ও বিভিন্ন ফর্মূলার ব্যবহার, মাইক্রো সফট অফিস পাওয়ার পয়েন্ট অপারেটিং, স্লাইড ফরম্যাটিং ও প্রেজেন্টেশন তৈরি, মাইক্রো সফট এক্সেস পরিচিতি ও অপারেটিং এবং ব্যবহারিক ক্লাস টেস্ট মূল্যায়ন করা হবে।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে এখন আর আমাদের কাছে বোঝা বলে মনে হয়না। তথ্য প্রযুক্তির বদৌলতে তারা এখন জন সম্পদে পরিণত হচ্ছে। তারাই এখন দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এসময় আরো বক্তব্য রাখেন, তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল্ল্যাহ জসিম, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, আওয়ামীলীগ সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান পরিচালক নজরুল ইসলাম শুভরাজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি শহীদুল্ল্যাহ কিরণ, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সাধারন সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হাসান, ছাত্রলীগ নেতা এম নুরুন্নবী, তুহিন তালুকদার সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কম্পিউটার প্রশিক্ষণার্থী ছাত্র-ছাত্রীগণ।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস