তজুমদ্দিন ডিগ্রি কলেজের গেট-বাউন্ডারির উদ্ভোধন করেন এমপি শাওন
সাদির হোসেন রাহিম,, তজুমদ্দিন প্রতিনিধিঃ তজুমদ্দিন ডিগ্রি কলেজের নব নির্মিত গেট ও বাউন্ডারী উদ্ভোধন করেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। উদ্ভোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এ কলেজের শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে ভোলার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে সেজন্য শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে। শিক্ষক ও অভিভাবকেরা সচেতন হলে ছেলে-মেয়েরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারবে।
তিনি আরো বলেন বর্তমান প্রজন্মকে বিশ্বের অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ওপর
বিশেষ জ্ঞান অর্জন করতে হবে।
তাহলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়িত হবে। আমি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মান বৃদ্ধি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অহিদ উল্যাহ জসিম, তজুমদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমার দাস, প্রভাষক মোঃ জাকির, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, থানা যুবলীগের সভাপতি শহিদুল্যাহ কিরন, সাধারণ সম্পাদক আবদুর রহমান, থানা ছাত্রলীগের সভাপতি আমিন মহাজন, সাধারন সম্পাদক মোঃ রাসেল, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সবুজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�