সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭, ০৪:৫৩:৪৭

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

ভোলায় নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

ভোলা থেকে : ভোলায় শাহবাজপুরের পাশে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ মন্ত্রিসভাকে এ তথ্য জানিয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের গ্যাসক্ষেত্র আবিষ্কারের তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ভোলায় বাপেক্স গ্যাস পাওয়ার জন্য কাজ করছে। খবর পাওয়া গেছে যে, একটি গ্যাস খনির সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে আন্দাজ করা হচ্ছে যে, এখানে ৭০০ বিলিয়ন কিউবিক ফুট বা বিসিএফ গ্যাস হয়তো আছে।

আগে যে কূপ আছে সেটা ও এটা (নতুন কূপ) মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন কিউবিক ফুট (ঘন ফুট) গ্যাসের সংস্থান ওখানে আছে বলে আমরা জানতে পেরেছি।’

তিনি বলেন, ‘এটা আমাদের দেশের জন্য সুসংবাদ।’  ভোলার শাহবাজপুরে যে গ্যাস কূপ রয়েছে সেটার পাশেই নতুন কূপটি আবিষ্কৃত হয়েছে বলে এক প্রশ্নের জবাবে জানান শফিউল আলম।

এমটিনিউজ২৪/জয়নাল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে