রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ০৯:৩৭:২৩

শিক্ষা বৃত্তি নিয়ে সামাজিক কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি শাওন

শিক্ষা বৃত্তি নিয়ে সামাজিক কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে: এমপি শাওন

সাদির হোসেন রাহিম, ভোলা থেকে :  শিক্ষাই দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা বৃত্তি নিয়ে সামাজিক কল্যাণে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।

রবিবার ভোলার তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে "ঢাকাস্থ তজুমদ্দিন ছাত্র-ছাত্রী কল্যাণ সংসদ" কর্তৃক আয়োজিত নূরুন্নবী চৌধুরী শাওন মেধাবৃত্তি ২০১৭ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আতিকুর রহমান শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষাবৃত্তি মানে সামাজিক ঋণ। এই বৃত্তি নিয়ে নিজে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করে সমাজের কাছে এই ঋণ পরিশোধ করতে হবে। তাহলে  আমাদের  শিক্ষা বৃত্তির আয়োজন সার্থক হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে প্রাণে বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া জাতির স্বপ্ন সোনার বাংলা গড়া সম্ভব নয়। শিক্ষিত সমাজ জাতি গড়ার কারিগর। সাধারণ মানুষের শিক্ষাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শিক্ষিত সমাজের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালবাসার কথা  সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে জানাতে হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন  তজুমদ্দিন উপজেলা আ'লীগ সভাপতি জনাব ফখরুল আলম জাহাঙ্গীর, আ'লীগ সাধারন সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান জনাব মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি জনাব সুমন পাটোয়ারি প্রমুখ।

আলোচনা সভা শেষে তজুমদ্দিনের সকল স্তরের মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সনদ প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার  জালাল উদ্দিন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান, যুবলীগ সভাপতি শহিদুল্ল্যাহ কিরণ, যুবলীগ সাধারন সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ রাসেল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম নূরুন্নবী, সামাজিক রাজনৈতিক শিক্ষাবিদ সহ সকল স্তরের নেতৃবৃন্দ।

সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধি।
০১৭১৪৩১১৭৪৩

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে