আল-আমিন শিবলী: ভোলা বোরহানউদ্দিনে শীতার্তদের মাঝে শীতবন্ত্র বিতরণ করেছেন 'বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার' এর স্থায়ী সদস্যরা। বুধবার সকালে উপজেলার হাজীর হাটে পাঠাগারের সামনে প্রায় আর্ধ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় স্থায়ী গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন 'বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার' এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী আলামিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলিমুল রহমান বুলবুল, আরিফুর রহমান, ঢাকা কলেজের ছাত্র আকবর হোসেন এবং ভোলা সরকারী কলেজের ছাত্র মোহাম্মদ রুবেল।
সার্বিক সহযোগিতা করার জন্য অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন স্থায়ী জনগণ ও 'বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার' এর সদস্যরা।
উল্লেখ- 'জ্ঞানের জন্য এসো, দেশের সেবায় বেরিয়ে যাও' ২০১৫ সাল থেকে এ স্লোগানকে নিয়ে সমাজের মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বোরহানউদ্দিনের হাজীর হাটে প্রতিষ্ঠা করা হয় 'বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার'। সৃষ্টির লগ্ন থেকে পাঠাগারটির স্থায়ী সদস্যেরা স্বপ্ন দেখেন তাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটানোর।
গত ৩ বছর ধরে প্রতিষ্ঠানটির সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সহযোদ্ধা হয়ে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে ঈদ উপহার বিতরণ, রমজান উপলক্ষে শুকনো খাবার বিতরণ, শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, অসহায় মানুষদের চিকিৎসায় সহায়তা, এতিম অসহায় ছাত্র-ছাত্রীদের পড়াশুনার খরচ বহন করা সহ বিভিন্ন সামাজিক কাজ পরিচালনা করে আসছে! এভাবেই এমন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে সমাজের মানুষদের জন্য কাজ কর যাচ্ছে 'বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি পাঠাগার' এর সদস্যরা।
এমটি নিউজ/আ শি/এএস