সাদির হোসেন রাহিম, তজুমদ্দিন প্রতিনিধিঃ তজুমদ্দিনে বেড়ে গেছে চোর ডাকাতের উপদ্রব। উপজেলার বিভিন্ন এলাকায় এসব কাজ চালাচ্ছে এক ধরনের পেশাদার লোক। যারা বিভিন্ন জায়গা থেকে এসে সোর্সের মাধ্যমে চুরি ডাকাতি করে। নিঃশ্ব করে দিয়ে যায় অনেক পরিবার কে।
এরা অধিকাংশ সময় কৌশলে ঘুমের ঔষধ খাবারের সাথে মিশিয়ে মানুষ কে অচেতন করে এসব অপরাধ মুলক কাজ সংগঠিত করে থাকে। বৃহঃ বার রাতে মাহারকান্দি গ্রামের দিন মজুর সুফিয়া খাতুন এর ঘর থেকে নগদ টাকা সহ হাড়ি, পাতিল, পোশাক পরিচ্ছদ ও বিভিন্ন সামগ্রিক মালামাল চুরি করে নিয়ে যায়। নিঃস্ব করে দিয়ে যায় সুফিয়া বেগম কে। এ ভাবেই দিনের পর দিন নিঃস্ব করে দিয়ে যায় সুফিয়া বেগমের পরিবারের মত শত পরিবারকে। এদের হাত থেকে রেহাই পাচ্ছেনা দিন মজুর সহ কোন শ্রেনির লোকই।
উল্লেখ্য যে মঙ্গল বার বেপারিকান্দি গ্রামে ডাকাতি করার প্রস্তুতি কালে জামাল নামের এক ডাকাত সদস্য স্থানীয় দের হাতে ধরা পরে। তার সাথে থাকা আরো কয়েক সহযোগী দেশিয় অস্ত্র স্স্র সহ পালিয়ে যায়। পরে স্থানীয়রা ডাকাত সদস্য কে পুলিশের হাতে সোপর্দ করে। এমন অবস্থায় জন নিরাপত্তা হীনতায় ভোগছে তজুমদ্দিনের মানুষ।
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস