শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৬:০০

ভোলার চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

ভোলার চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

নীলাদ্রি শেখর নীলাদ্রি: ভোলার চরফ্যাশনে উপমহাদেশের সবচেয়ে বড় ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এ টাওয়ার থেকে আশপাশের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করা যাবে। এর ফলে পর্যটক বাড়বে বলে আশা করছে এলাকাবাসী।

দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা থেকে প্রায় আশি কিলোমিটার পথ পেরিয়ে চরফ্যাশন। সেখানেই নির্মাণ করা হয়েছে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার- জ্যাকব টাওয়ার।

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ১৯ তলা বিশিষ্ট ২শ১৫ ফুট উচ্চতার এ টাওয়ারে দাঁড়িয়ে দক্ষিণের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাবে। সবুজের বুক চিরে নদীর ঢেউ, চর কুকরি-মুকরি, বঙ্গোপসাগরের বিরাট অংশে চোখ জুড়াবে।

পর্যটকদের জন্য টাওয়ারের কাছেই সুইমিংপুল আর হেলিপ্যাড সুবিধাসহ থাকছে বিলাসবহুল রেস্ট হাউস। এ টাওয়ার এ এলাকা চিত্র বদলে দেবে বলেও আশা করছেন তারা।

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ২৪ জানুয়ারি এ টাওয়ার উদ্বোধন করার কথা রয়েছে।-চ্যানেল আই
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে