শনিবার, ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৯:২৮:০৮

‘ফেসবুকের সাথে বৈঠকের আগেই আশারবাণী’

‘ফেসবুকের সাথে বৈঠকের আগেই আশারবাণী’

ভোলা : ফেসবুকের সাথে বৈঠকের আগেই আশারবাণী শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, অচিরেই বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক খুলে দেয়া হবে। শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবন উদ্বোধন শেষে তিনি এ আশারবাণী শোনান। ঢাকায় এসেছেন ফেসবুকের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামীকাল রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে, দেশকে অকার্যকর করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যারা জঙ্গিবাদের সৃষ্টি করছে তাদের দমনে পুলিশ বাহিনীই যথেষ্ট। তিনি বলেন, পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এখানে কোনো সংঘাত কিংবা সংঘর্ষের আশঙ্কা নেই। মানুষের নিরাপত্তায় নৌ ও পুলিশ বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। উপকূলীয় এলাকার ঝুঁকি কমিয়ে আনতে ও জলসীমার অপরাধ দমনে কোস্টগার্ডের জন্য আধুনিক জাহাজ আনা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, অতিরিক্ত আইজিপি মোকলেসুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ। ৫ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে