ভোলায় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের বিজয় র্যালি উৎযাপন
ভোলা : বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বিশাল বিজয় র্যালি করা হয়েছে। র্যালিটি কুঞ্জেরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুঞ্জেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে গিয়ে শেষ করে।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের কুঞ্জেরহাট শাখার সভাপতি মো: ফরিদ ও সাধারন সম্পাদক কালিমুল্লা হাসিব, বোরহানউদ্দিন উপজেলা আ: লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী তুহিন,কুঞ্জেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবদুল মান্নান, সহকারী প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মো: মহিবুল্লা এবং সমাজ সেবক গাজী তাহের লিটনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
এসময় বক্তরা বলেন, তারা তরুণ প্রজম্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে এ ধরনের উদ্যেগ নিয়েছেন। যাতে তরুণ প্রজম্ম বাংলাদেশের মানুষের রক্তের বিনিময়ে সকল অর্জন ভুলে না যায় এবং স্বাধীনতার সকল ইতিহাস দেখে তরুণেরা তাদের কাছ থেকে কিছু শিখতে পারে। তাই ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে থেকে এ উদ্যেগ নেওয়া হয়।
১৬ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এ
�